চরফ্যাসনে গোয়ালা ও খামারীদের মাঝে মিল্ক ক্যান ও ঘাস কাটার মেশিন বিতরণ
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাসনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন Rural Microenterprise Transformation project (RMTP) -এর আওতায় বিভিন্ন ইউনিয়নের গোয়ালা
এবং খামারীদের মাঝে দুধ নিরাপদ পরিবহনে মিল্ক ক্যান এবং ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৯ জুন) সকাল ১১ টায় চরফ্যাসন পৌর এলাকায় পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) প্রধান কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃকামাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে ৩ জন গোয়ালাকে দুধ নিরাপদ পরিবহনে মিল্ক ক্যান ও ৫ জন খামারীকে ঘাস ও খড় কাটার মেশিনগুলো প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী জনাব শংকর চন্দ্র দেবনাথসহ সংস্থাটির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
দুধ নিরাপদ পরিবহনে মিল্ক ক্যান পেয়ে এক প্রতিক্রিয়ায় গোয়ালা মোঃ সালাউদ্দিন বলেন, প্লাস্টিকের ক্যানে দুধ দ্রুত নষ্ট হয়ে যায় এবং প্লাস্টিকের ক্যানে দুধ রাখলে দুধ দুর্গন্ধ হয়ে যায়। কিন্তু এ্যালমুনিয়ামের মিল্ক ক্যানে দুধ দীর্ঘ সময় ভালো থাকে এবং নিয়মিত এ্যালমুনিয়ামের মিল্ক ক্যান পরিষ্কার করা যায়, ফলে দুধ দুর্গন্ধ হয় না।