চরফ্যাসনে আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস পালিত

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা): চরফ্যাসনে আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সামরাজ মৎস্য ঘাটে ইউএসএআইডির অর্থায়নে ওয়ার্ল্ডফিশ এর ইকোফিশ-২ প্রকল্প এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সামরাজ ঘাট মৎস্য সহ- ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলাউদ্দিন পাটওয়ারী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক জমাদার, এনটিভির ভোলা জেলা প্রতিনিধি আফজাল হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি ও উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম. আবু সিদ্দিক, ইকোফিশ-২ এর গবেষণা সহযোগী আবদুল হামিদ শেখ। অনুষ্ঠানে বক্তারা সমুদ্রে জীব বৈচিত্র্য রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় সবার সচেতনতার ওপর জোর দেন।

গবেষণা সহকারী বখতিয়ার রহমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিটিজেন সাইন্টিস্ট, মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্য সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ,মৎস্য আড়তদার, শতাধিক জেলেসহ স্থানীয়রা ।

পরে র‍্যালি ও সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে সবাই অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights