চরফ্যাসনের এসটিএস হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের ফ্রী চিকিৎসা সেবা
নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা) থেকে : চরফ্যাসন এসটিএস হাসপাতালে শনিবার (৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের এমডি ডাক্তার আবু হেনা আবিদ জাফর ফ্রী চিকিৎসা সেবা দেন। প্রায় শতাধিক রোগী এ ক্যাম্পে সেবা পায়। উপজেলার এসটিএস হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত এ ক্যাম্পে বিনা ভিজিটে রোগীদের সেবা দেয়া হয়।হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, চরফ্যাসনে রোগীদের চিকিৎসার অত্যন্ত প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে গ্যাস্ট্রোলিভারের বিশেষজ্ঞ (অধ্যাপক) ডাক্তারের চিকিৎসা নিশ্চিতে তাদের এই উদ্যোগ । হাসপাতাল কর্তৃপক্ষের একান্ত প্রচেষ্টায় আগামী দিনগুলোতে দ্বীপজেলার চরফ্যাসন উপজেলার মানুষের ভোগান্তি কমাতে নিয়মিত রোগী দেখার
অনুরোধ বিশেষজ্ঞের প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ ও সচেতন মহলের।
এদিকে হাসপাতালের নানা ব্যবস্থাপনা নিয়ে রোগীদের সাথেও কথা হয় আমাদের ।হাসপাতাল কর্তৃপক্ষের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
নদীমাতৃক এলাকা কুইন অফ আইল্যান্ড খ্যত ভোলার চরফ্যাসনের সুবিধা বঞ্চিত রোগীদের চিকিৎসা সেবা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন এই চিকিৎসকরা।
হাসপাতাল কর্তৃপক্ষ আধুনিক সরঞ্জাম যুক্ত করলে এই সেবা অব্যাহত রাখার চিন্তাভাবনা রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের।।
হাসপাতালের ভবিষ্যৎ লক্ষ ও সাধারণ রোগীদের নির্বিঘ্ন সেবা নিয়ে কথা হয় হাসপাতালটির ম্যানেজার মোহাম্মদ আবু জাফরের সঙ্গে।
হাসপাতালটিতে রয়েছে নিজস্ব জেনারেটর ব্যবস্থা। রয়েছে নিজস্ব অপারেশন থিয়েটার ডিজিটাল এক্সরে আল্ট্রাসনোগ্রাম ইসিজি সহ আধুনিক সব যন্ত্রপাতি।
হাসপাতালে নিয়মিত গাইনি, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার করেন। প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা থেকে আগত অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এখানে চিকিৎসা প্রদান করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এসটিএস হাসপাতাল চরফ্যাসনের সবচেয়ে ভালো দিক হচ্ছে দালাল মুক্ত পরিবেশে নির্বিঘ্ন সেবা।