চরফ্যাশন পশ্চিমাঞ্চলের বিএনপি নেতা আঃ খালেক রত্তনের জানাজা সম্পন্ন
ভোলা সংবাদদাতা: ভোলার চরফ্যাশন পশ্চিমাঞ্চলের বিএনপি নেতা মরহুম আঃ খালেক রত্তনের জানাজা আজ (০১ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১১ঃটায় দুলার হাট থানা ঈদ গাঁ জামে মসজিদ মাঠে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য ৩১ শে আগষ্ট বৃহস্পতিবার ক্যানসার জনিত কারনে ঢাকায় চিকিৎসাধীনে তার মৃত্য হয়।পারিবারিক সিদ্ধান্তে দুলার হাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজার কথা থাকলেও মাঠ কাঁদাপানিতে সিক্ত থাকায় পরবর্তীতে পাকা ঈদগাঁ মাঠে ও তার নিজ এলাকা নীলকমল ইউনিয়নে জানাজা সম্পন্ন হয়েছে।
এত লোকের জানাজায় উপস্থিতি জানতে চাইলে সুত্র জানান তিনি একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন।
তার জীবদ্দশায় নীলকমল ইউনিয়ন বিএনপি সভাপতি, চরযমুনা সেবা সমিতির সভাপতি, দুলার হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির সফলতার সহিত দায়িত্ব পালন করছেন। তাছাড়া একজন প্রতিষ্ঠিত ব্যবসার পাশাপাশি সমাজ সেবামুলক কর্মকান্ডে উজার করে সাধারন মানুষের খেদমতে নিজকে নিয়োজিত রেখেছেন।
জানাজায় নুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, নিলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন লিখন, মুজিবনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ ওয়াদুদ মিয়া, নীলকমল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন হাওলাদার, দুলার হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃনজরুল ইসলাম রিপন পন্ডিত, চরযমুনা সেবা সমিতির সভাপতি মোঃ কাজল মেম্বার, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, জুলফিকার আলী ভুট্রো, নওরোজ বাবুল, প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, মাওঃ সিরাজুল ইসলাম, মোঃ রুহুল আমিন মিয়া প্রমুখ মরহুমের আত্বার মাগফিরাত কামনায় বক্তব্য রাখেন।
নীলকমল ইউনিয়ন অধীবাসী মরহুম নাদের আলী বেপারীর দুই ছেলে নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মিয়া ২য় পুত্র আঃ খালেক রত্তন মিয়া।
মরহুম আঃ খালেক রত্তন মিয়া বিএনপি নীলকমল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছিলেন। বছরখানিক ধরে দুরারোগ্য ক্যানসারের সাথে যুদ্ধ করে গত ৩১ আগষ্ট বৃহস্পতিবার রাত ৮ঃ ৪০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজেউন) হাজারো মানুষের উপস্থিতি আর অশ্রু সিক্ত জলে সকল দলের সকল মানুষের হৃদয়ে জায়গা করেই তার রাজনৈতিক সমাজিক বর্নাঢ্য জীবনের শেষ ইতিহাস পারিবারিক গোরস্থানেই স্থান করে নিয়েছেন।