চরফ্যাশনে সেনা ও র‍্যাব কর্মকর্তা পরিচয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

দুলারহাট প্রতিনিধি:
কখনো সেনাবাহিনী আবার কখনো র‍্যাব কর্মকর্তা পরিচয়ে ৭৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ৬নং ওয়ার্ডের বাসিন্দা আলামিন নামে এক প্রতারকের বিরুদ্ধে। প্রকৃত নাম আলামিন হলেও টাকা হাতিয়ে নেওয়ার সময় কখনো আবির আবার কখনো আলামিন র‍্যাব নামে এমনকি বিভিন্ন ঠিকানা ব্যবহার করে পর্যায়ক্রমে প্রতারিত করে যাচ্ছে বিভিন্ন গ্রামের অসহায় সহজ সরল মানুষের সাথে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই আলামিন র‍্যাব নামে ফেসবুকে একটি আইডি খুলে নিজেকে প্রশাসনিক কর্মকর্তা দাবী করে এলাকায় দাবড়িয়ে বেড়াচ্ছে। এলাকার ভুক্তভোগী মানুষরা অতিষ্ঠ তার এহেন কর্মকান্ডে।

চরফ্যাসন উপজেলা নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোঃ তছির মাঝি (৪৫), দুলাল (৪০) এবং শাহাবুদ্দিন মাঝি (৪২) এ তিন ব্যাক্তির কাছ থেকে একে একে ৭৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছে অনুসন্ধানে জানাগেছে।

এতোদিনে তারা প্রতারক আলামিনের ঠিকানা বের করতে না পারায় এ ব্যাপারে কোনো ধরনের আইনী সহায়তা নিতে পারিনি। এখন তার স্থায়ী ঠিকানা খুঁজে পাওয়ায় তার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন ভুক্তভোগী এই তিন ব্যাক্তি।

প্রতারক আলামিনের কাছে প্রতারনার শিকার তছির মাঝি বলেন, প্রায় একবছর আগে প্রথমে আলামিন তার কাছে সেনাবাহিনী পরে র‍্যাব কর্মকর্তা পরিচয়ে এমনকি আলামিন নিজের নাম গোপন রেখে আবির নামে পরিচয় দেন। এবং তাকে সেনাবাহিনী ও র‍্যাব কর্মকর্তার পরিচয়পত্র দেখান। তার এক মামলা থেকে তাকে খালাশ করে দিবে বলে আলামিন তার কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে সর্বমোট ৩৪ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নেওয়ার পরেও আলামিন তাকে মামলা থেকে খালাশ করতে পারিনি। এরপরে আলামিন তার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয়।

একই উপায়ে এ আলামিন ৩৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে অভিযোগ করেন একই গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মোঃ দুলাল।
ভূক্তভোগী মোঃ সাহাবুদ্দিন বলেন, এক বছর আগে এ আলামিন র‍্যাবের নৌকায় মাঝি পদে নিয়োগ দিবে বলে তার কাছ থেকে ৭ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ব্যাপারে প্রতারক আলামিনকে মুঠোফোনে জিজ্ঞাসা করলে আলামিন সেনাবহিনী ও র‍্যাব পরিচয় অস্বীকার করে প্রতিবেদকে বলেন, আমি নারায়নগঞ্জ ৩ আসনের এমপি মৃনাল কান্তি স্যারের ব্যাক্তিগত ড্রাইভার হিসেবে কাজ করি। গত এক বছর আগে তছির এবং দুলালের এক গরু চুরির মামলায় তদবির করার জন্য আমার কাছে এসেছিল কিন্ত আমি তাদের কাছ থেকে কোন ধরনের টাকা নেইনি। কিছুদিন পর জানতে পারলাম তারা এ ব্যাপারে অন্য এক ব্যক্তির সাথে পুনরায় তদবিরের জন্য যোগাযোগ করায় আমি তাদের সাথে আর কোনো যোগাযোগ করিনি।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ

মোঃ ইকবাল হোসেন বলেন, এ ধরনের প্রতারনার মূলক বিষয়গুলো দুদক দেখে। এ ব্যাপারে ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে দুদকের নিকট হস্তান্তর করবো।

আলামিনের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ এখানেই শেষ নয়, আরো অসংখ্য অভিযোগ ও চাঞ্চল্যকর তথ্য রয়েছে তার বিরুদ্ধে। বিস্তারিত আসছে ২য় পর্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares