চরফ্যাশনে বাল্যবিয়ের অপরাধে বর,কনের বাবা ও দুলাভাইয়ের কারাদণ্ড
চরফ্যাসন প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষন থানার জাহানপুরে বাল্য বিবাহের অপরাধে বর, কনের বাবা ও কনের দুলাভাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।
সন্ধান পেয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেই বাড়িতে অভিযান চালিয়ে বর মোঃ রাকিব,কনে স্বপ্না (১৪), কনের দুলাভাই আবু হানিফ মিয়াকে আটক করে পুলিশ।
চরফ্যাসনে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু
বাল্য বিবাহের অপরাধে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতে বরকে ২ বছর,কনের বাবাকে ১বছর ৬ মাস এবং কনের দুলাভাইকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।