চট্টগ্রামে ৫৬০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জাহেদ হাসান,চট্রগ্রাম প্রতিনিধি:
চট্রগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ অভিযান চালিয়ে ৫৬০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রোববার( ৫ জুলাই) সকাল ১০টার দিকে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) কামরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে ৩ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬০ পিস ইয়াবাসহ মোঃ হেলাল (৩০)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে বলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।