ঘোড়াঘাটে নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নতুন করে আরও ৭জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে ঘোড়াঘাট উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়ালো।
শনিবার (১৬ মে) দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদ।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী করোনায় আক্রান্ত ব্যক্তিরা হলেন, উপজেলার ১নং বুলাকীপুর ইউপি’র হরিপাড়া আর্দশগ্রামের মোঃ নওশাদ এর পুত্র মোঃ রিপন বাবু (২৬), ও মৃত আলমের পুত্র শাহিনুর (২৭), ১নং বুলাকীপুর ইউপি’র রঘুনাথপুর গ্রামের মৃত শেরার আলীর স্ত্রী সালেহা (৫০), ২নং ইউপি’র পশ্চিম পালশার আফজালের পুত্র মুশফিক (১৮), রফিকুল ইসলামের পুত্র রিপন (২৪), আবু হানিফের কন্যা মরিয়ম (১৯), ২নং পালশা ইউপি’র চৌড়িয়া গ্রামের আলতাফ এর পুত্র সুমন (৩৪)।
এদিকে বিষয়টি নিশ্চিত হওয়ার পরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও মেজিষ্ট্রেট ওয়াহিদা খানম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার সহ আক্রান্ত ব্যক্তিদের বাড়ির উদ্দেশ্য খাদ্যসামগ্রী এবং তাদের কোথায় রাখবে তার ব্যবস্থার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ থানা পুলিশ নিয়ে পুরো প্রস্তুুতি সহকারে রওনা হন।