ঘুমানোর সময় ও ঘুম থেকে উঠে যে দোয়া পড়বেন
সকালের ডাক ডেস্ক
ঘুমানোর সময় এই দোয়া পড়বেন:
اللهم بسمك أموت وأحيا
উচ্চারণঃ আল্লাহুম্মা বিসমিকা আমূতু ওয়া-আহ’ইয়া
অর্থঃ হে আল্লাহ! আমি তোমারই নামে মৃত্যুবরন করি,আবার তোমারই নামে জীবন ধারন করি।
ঘুম থেকে উঠে এই দোয়া পড়বেন :
اَلْحَمْدُ للهِ الَّذِىْ اَحْىَ نَفْسِىْ بَعْدَ مَااَمَاتَهَا وَ اِلَيْهِ النُّشُوْرُ
উচ্চারণঃ আলহামদুলিল্লাহিল লাজি আহইয়া নাফছি বা’দা মা আমাতাহা ওয়া ইলাইহিন নুশুর।
ফজিলতঃ রাসূল (সঃ) ঘুম থেকে উঠেই এই দোয়া পড়তেন। এই দোয়া পড়লে সারাদিন ভালো কাটবে। (তিরমিজী শরীফ, খন্ড-২ পৃষ্ঠা-১৭৮) ।