গোলের ক্ষুধা মেটেনি লেওয়ানডোস্কির
স্পোর্টস ডেস্ক
শিরোপা নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচেই। তবে জয়ের ক্ষুধা একটুও কমেনি বায়ার্ন মিউনিখের, ঠিক যেমন গোলের ক্ষুধা মেটেনি রবার্ট লেওয়ানডোস্কির।
পোলিশ স্ট্রাইকারের জোড়া গোলে ফ্রেইবুর্গকে সহজেই হারিয়েছে টানা আটবারের বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবারে ৩-১ গোলে জিতেছে বায়ার্ন। ম্যাচের চারটি গোলই হয় প্রথমার্ধে। গত মঙ্গলবার ওয়ের্দার ব্রেমেনকে হারিয়ে শিরোপা নিশ্চিত করা বায়ার্ন এই ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায়। লেওয়ানডোস্কির পাস থেকে ঠিকানা খুঁজে নেন জসুয়া কিমিচ।
আট মিনিট পর লেওয়ানডোস্কি নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। লেয়ন গোরেটস্কার শট গোলকিপার ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে জালে পাঠান আসরের সর্বোচ্চ গোলদাতা। এই গোলে বিদেশি খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন লেওয়ানডোস্কি। ২০১৬-১৭ মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৩১ গোলে রেকর্ডটি গড়েছিলেন গ্যাবনের পিয়েরে-এমেরিক অবামেয়াং। চারদিন আগে শিরোপা নিশ্চিত করার ম্যাচে জয়সূচক গোলে রেকর্ডটি ছুঁয়েছিলেন লেওয়ানডোস্কি।
৩৩ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন হলার। এর চার মিনিট পরই অবশ্য ব্যবধান বাড়িয়ে নেন লেওয়ানডোস্কি।
লিগে সর্বোচ্চ গোলদাতার এটি ৩৩তম গোল। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ৪১ ম্যাচে তার মোট গোল ৪৮টি। এই নিয়ে আসরে বায়ার্নের মোট গোল হল ৯৬টি। এক আসরে সর্বোচ্চ গোলের (১০১) রেকর্ড ছুঁতে শেষ রাউন্ডে পাঁচ গোল চাই দলটির। আগামী শনিবার উলফসবার্গের মাঠে খেলবে বায়ার্ন। ৩৩ ম্যাচে ৩০ বারের চ্যাম্পিয়নদের পয়েন্ট হল ৭৯।
দিনের অন্য ম্যাচে আর্লিংহরলান্ডের জোড়া গোলে লিপজিগের মাঠে ২-০ গোলে জেতা বরুশিয়া ডর্টমুন্ড ১০ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে। তৃতীয় স্থানে থাকা লিপজিগের পয়েন্ট ৬৩। নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া লেওয়ানডোস্কির সামনে এবার প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের হাতছানি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ল্যাজিওর চিরো ইমোবিলের (২৭) চেয়ে ছয় গোলে এগিয়ে আছেন বায়ার্নের পোলিশ ফরোয়ার্ড।
দেশি-বিদেশি মিলিয়ে বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ ৪০ গোলের রেকর্ড বায়ার্নের জার্মান কিংবদন্তি জার্ড মুলারের দখলে। এ মৌসুমে চোটের কারণে তিনটি লিগ ম্যাচ মিস না করলে সেই রেকর্ডটিও হয়তো নিজের করে নিতে পারতেন লেওয়ানডোস্কি। এখন জার্ড মুলারের রেকর্ড ছুঁতে শেষ ম্যাচে অন্তত সাত গোল করতে হবে তাকে। সেই অসম্ভবের পেছনে না ছুটে আপাতত ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর লেওয়ানডোস্কি। ৪ জুলাই জার্মান কাপের ফাইনালে লেভারকুসেনের মুখোমুখি হবে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগেও শেষ আটের পথে এক পা বাড়িয়ে রেখেছে বাভারিয়ানরা।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন শুরুর পর টানা দু’ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের দশে নেমে গেছে আর্সেনাল। ফেরার ম্যাচে ম্যানসিটির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর শনিবার ব্রাইটনের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে গানররা।
আজকের খেলা
ম্যানসিটি ও বার্নলি (রাত ১টা)
লেচ্চে ও এসি মিলান (রাত ১১টা ৩০)
বোলোগনা ও জুভেন্টাস (রাত ১টা ৪৫)