গাজীপুরে সংবাদ পাঠক-শ্রোতা ফোরামের ইফতার বিতরণ

বিশেষ প্রতিবেদক:

‘কোন রোজাদারকে ইফতার করালে রোজাদারের সমান নেকী’ – এ হাদিসে উদ্বুদ্ধ হয়ে গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিক এবং সংবাদপত্র পাঠকদের সংগঠন ‘টোক সংবাদপত্র পাঠক ও ইলেকট্রনিক্স মিডিয়া নিউজ শ্রোতা ফোরাম’-এর উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

শুক্রবার (২২ মে, ২৮ রমজান ) ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিস-গাজীপুর শাখা এবং ‘মানুষের আহার’ এর সহায়তায় ফোরামের কার্যালয়- ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় পুষ্টিকর খিচুরি ১০০ জন রোজাদারদের মাঝে এবং দিঘীরপাড় এলাকায় ৫০ জন রোজাদারদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়।

এই ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেন পাঠক ফোরামের উদ্যোক্তা সভাপতি ও ‘তমদ্দুন মজলিস’- গাজীপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মোহাম্মদ মনজুরুল হক গাজী, ফোরামের সেক্রেটারি ও ঝলক ফাউন্ডেশনের ‘মানুষের আহার’ কর্মসূচীর পক্ষে সাংবাদিক সাইফুল শুভ, কাপাসিয়ার টোকের ‘মানবতার ঘর’ কর্মসূচির উদ্যোক্তা উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমতাজ উদ্দিন, সাংবাদিক সাইফুল্লাহ লবিব, ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মো. মাহফুজুর রশিদ, ডুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন, শিক্ষক একেএম আজিজুল হক এমএসসি, বীর উজলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফজলুল কবীর, হাফেজ আলমগীর হোসেন।

ইফতার বিতরণ শেষে পাঠক ফোরামের পক্ষ থেকে মাদরাসা ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় এবং মাহে রমজানের গুরুত্বপূর্ণ ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুর রহিম দেওবন্দী, বীরউজলী বাজার মসজিদের খতিব মাওলানা মো. নাসির উদ্দিন, তরুণ বক্তা সহসুপার মাওলানা লুৎফর রহমান।

এছাড়া ইফতারের সময় ফোরামের কার্যালয় প্রাঙ্গনে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ৪০ জন রোজাদার ইফতার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares