গণস্বাস্থ্য কেন্দ্রের কিট নিচ্ছে না বিএসএমএমইউ
নিউজ ডেস্ক
কার্যকারিতা পরীক্ষার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ কিট নিচ্ছে না বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এমন অভিযোগ করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
গণস্বাস্থ্য কেন্দ্রের এ প্রতিষ্ঠাতা বলেন, আমাদের দুর্ভাগ্য যে বিএসএমএমইউর কাছে কিট পৌঁছাতে পারিনি। কিট আছে কিন্তু তাদের নিয়ে যাওয়ার জন্য যে পত্র সেটি এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।
সোমবার গণস্বাস্থ্য নগর হাসপাতাল গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।