খালেদা জিয়ার জন্মদিন পালন করল ভিছেন্সা বিএনপি
ইতালি প্রতিনিধি : ইতালির ভেনিসে ভিছেন্সা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৯তম পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) ভিছেন্সা বিএনপি সমর্থকদের আয়োজনে খালেদা জিয়ার জন্মদিন অনুষ্ঠানে খবির খন্দকারের সভাপতিত্বে, কাজী সাত্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকদার মোহাম্মদ কায়েস, প্রধান বক্তা রফিকুল ইসলাম মান্না, বিশেষ অতিথি আব্দুল্লাহ আল মামুন, ইমরান খান, জাফর আহমেদ,কামাল মাঝি,প্রিন্স ইমতিয়াজ, ফরহাদ হোসেন, মামুন খান,আবু সায়েম, জাহাঙ্গীর হোসেন, রাসেল পাটোয়ারী, ইমন মজুমদার, শিবলী সাদিক, আরিফ হোসেন, শাহিন, বুলবুল আহমেদ, সাইফুল ইসলাম জুয়েল, ইসমাইল।
এছাড়াও মহিলা নেত্রী নুসরাত জাহান মুনা সহ অসংখ্য মহিলা নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অন্যানের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফরহাদ হোসেন, প্রিন্স ইমতিয়াজ আব্দুল্লাহ আল মামুন আবু সায়েম, শিকদার মোহাম্মদ কায়েস, প্রধান বক্তা রফিকুল ইসলাম মান্না প্রমুখ ।
এ সময় কেক কেটে নেত্রীর জন্ম উৎসব পালন করা হয় ও তার দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।