ক্ষুধার জ্বালা সইতে না পেরে সরকারি ত্রাণ লুটপাট

নিউজ ডেস্ক:

জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় ত্রাণের চাল ও আলু লুট করে নিয়েছে হতদরিদ্র কর্মহীন মানুষরা। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে লুটের এই ঘটনাটি ঘটে।

জামালপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশা জানিয়েছেন, সকাল ১১টার দিকে সিংহজানী খাদ্য গুদাম থেকে ত্রাণের ৬’শ প্যাকেট চাল ও ৬’শ প্যাকেট আলু নিয়ে একটি ট্রাক বানিয়া বাজার আসছিল। শহরের মুকন্দবাড়ি এলাকায় কর্মহীন হতদরিদ্র নারী-পুরুষ মানুষ ট্রাক আটকিয়ে চাল ও আলু লুট শুরু করে। ত্রাণ সামগ্রী বহনকারী ট্রাকটি দ্রুত চলে যাওয়ার ফলে প্রায় ১৫০ প্যাকেট ত্রাণ লুট হয়েছে।

এ বিষয়ে জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখওয়াতুল আলম মণি বলেন, পৌরসভার ২, ৪ ও ৬ নং ওয়ার্ডের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ১০ কেজি ওজনের ৬’শ প্যাকেট চাল এবং ৩ কেজি ওজনের ৬’শ প্যাকেট আলু সিংহজানী খাদ্য গুদাম থেকে নেয়ার পথে লুটের ঘটনাটি ঘটে।

বিক্ষুব্ধরা বলেন, বিভিন্ন জায়গায় বার বার ধর্না দিয়ে তারা এখন পর্যন্ত কোন ত্রাণ পাননি। তাই পেটের ক্ষুধার মেটাতে তারা এসব ত্রাণ লুট করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares