কুষ্টিয়ায় দুর্যোগ মোকাবেলা সমন্বয় কমিটির উদ্যোগে অসহায় পরিবারে খাদ্য বিতরণ
সেলিম রেজা, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা অসহায় গরীব ও দুস্থ ব্যক্তিদের জন্য ভিন্নভাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও দুর্যোগ মোকাবেলায় দৌলতপুর উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের পাশে থেকে অসহায় মানুষকে সাহায্য করার নিমিত্তে গঠিত দৌলতপুর দুর্যোগ মোকাবেলা সমন্বয় কমিটির কার্যক্রম গত ২৩ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ইউনিয়নে অসহায় দুঃস্থ ব্যক্তিদের তালিকার মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে খাবার।দৌলতপুর দুর্যোগ মোকাবেলা সমন্বয় কমিটির উদ্যোগে একটি ফরম মাধ্যমে সঠিক তথ্য উপাত্ত দিয়ে পূরণ করে দিলে তারা যাচাই বাছাই করে সেই ঠিকানায় খাবার পৌঁছে দিচ্ছে।
দৌলতপুর উপজেলায় যাদের খাদ্য সহযোগিতা প্রয়োজন, তাদের তালিকার ফর্ম।তথ্যদাতা আপনি শুধুমাত্র তাদেরই তালিকা প্রনোয়ন করুন যাদের ঘরে এখন পর্যন্ত সরকারি বা বেসকারিভাবে কোনো প্রকার খাদ্য সহযোগিতা পৌছাইনি। আমরা আপনার তথ্যের যাচাই বাছাইয়ের ভিত্তিতে গ্রহীতাকে উপহার হিসেবে খাদ্য পৌছিয়ে দিব।
ইঞ্জিনিয়ার মোঃ শাকিল খান বলেনঃ দৌলতপুর উপজেলা অসহায় গরীব ও দুস্থ ব্যক্তিদের জন্য করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও দুর্যোগ মোকাবেলায় দৌলতপুরের বিভিন্ন ইউনিয়নে যাদের সহযোগিতা পাওয়া প্রয়োজন মনে করছেন তাদের জন্য ফরমে সঠিক তথ্যগুলো পূরণ করবেন। দৌলতপুর উপজেলা দুর্যোগ মোকাবেলা গ্রুপের স্বেচ্ছাসেবক হিসেবে যে কেউ তা পূরণ করে দিতে পারবেন। সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করবেন, প্লিজ। আপনাদের কাছে এই ক্রান্তিলগ্নে আপনাদের খাবার পৌঁছে যাবে।