কুমিল্লা সিটি মেয়র ও কাউন্সিলরদের শপথ আজ
বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেয়র রিফাতকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম নব নির্বাচিত সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন।
গত ২৩ জুন বাংলাদেশ নির্বাচন কমিশন কুসিক নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। গেজেটে মেয়র রিফাত ছাড়াও নয়জন সংরক্ষিত কাউন্সিলর এবং ২৭ জন সাধারণ কাউন্সিলরের নাম প্রকাশ করা হয়।
এর আগে গত ১৫ জুন কুসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে আরফানুল হক রিফাত বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। সাক্কুর থেকে ৩৪৩ ভোটের প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয় রিফাতকে।