কাল বগুড়ায় পুলিশ প্লাজা’র উদ্বোধন করবেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
বগুড়া প্রতিনিধি: আগামীকাল (৯ সেপ্টেম্বর) ২০২৩ শনিবার সকাল ১১টায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান বগুড়া সাতমাথার পূর্বদিকে অবস্থিত পুলিশ প্লাজা বগুড়ার শুভ উদ্বোধন করবেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ।
এসময় সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বগুড়া-৬ আসনের জাতীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু,বগুড়া জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি মজিবর রহমান মজনুসহ অনেকে।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার, অর্থনৈতিক কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু, বাণিজ্যিক কর্মকান্ডের প্রধান স্থান ও প্রাণবন্ত নগরী ঐতিহ্যের ধারক বগুড়াতে উত্তরবঙ্গের সর্ববৃহৎ, সর্বাধুনিক, নান্দনিক, সব ধরণের নাগরিক সুবিধা সম্বলিত শপিং মল পুলিশ প্লাজা বগুড়া উদ্বোধনের মাধ্যমে বগুড়া জেলার সম্মানিত নাগরিকদের সাথে বাংলাদেশ পুলিশের এক অনন্য সম্প্রীতি স্থাপন হবে। সম্মানিত বগুড়াবাসীর পদচারণায় মুখরিত হয়ে উঠবে পুলিশ প্লাজা বগুড়া। বগুড়ায় আধুনিক মানের শপিং, বাণিজ্যিক সম্প্রসারণ পাশাপাশি উন্নত বিনোদন ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জীবনমানের উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে পুলিশ প্লাজা বগুড়া। জেলা পুলিশ বগুড়া পুলিশ প্লাজা বগুড়ার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে বদ্ধপরিকর।
বগুড়া জেলা পুলিশ সুত্র জানিয়েছে শুভ উদ্বোধনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বগুড়াবাসীর সহযোগীতা কামনা করেছেন।
সকালের ডাক /কেএ/মিন্টু ইসলাম