কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাদকসেবীসহ ১৭ জনের জরিমানা
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে বিভিন্ন অপরাধে মাদকসেবী সহ ১৭ জন কে জরিমানা করেছ ভ্রাম্যমান আদালত।
শুক্রবার(১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা উওর বএিশ হাজারী ও চাপারহাটসহ দলগ্রাম ইউনিয়নের কালভৈরব এলাকায় বিভাগীয় শহর রংপুর হতে আসা ব্যক্তির উপজেলা প্রশাসন ও কালীগঞ্জ থানার যৌথ অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারার অপরাধে ড্রাইভিং লাইন্সেস ও হেলমেট না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে (১৭) জনকে সর্বমোট ১,৬২,০০০/- (একলক্ষ বাষট্টি হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম জানান, সড়ক পরিবহন আইনের বিভিন্ন অপরাধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসাবে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে (১৭) জনকে জরিমানা আদায়ের পর ভবিষ্যতের জন্য তাদের সকলকে সতর্ক করা হয়েছে।ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।