কারচুপি ছাড়া ‘নৌকা’ অসহায়: আ স ম রব

স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জায়েদা খাতুন জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে জেএসডি ‌সভাপতি আ স ম আবদুর রব নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তিনি বলেন, কারচুপি, জবরদস্তি এবং বল প্রয়োগ ছাড়া কোন নির্বাচনেই আওয়ামী লীগের জয়লাভ করা সম্ভব নয়। গত ১৫ বছর ধরে অপশাসন এবং বাগাড়ম্বর আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। ভোটাধিকারের নুন্যতম সুযোগ থাকলে যে কারো সাথে নির্বাচনী চ্যালেঞ্জে আওয়ামী লীগ কত সহজে পরাজিত হয় তা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণিত হয়েছে।
এই কঠিন বাস্তবতা এবং জনগণ থেকে বিচ্ছিন্নতা আওয়ামী লীগকে মেনে নিতে হবে।
এই সিটি কর্পোরেশন নির্বাচন আরো শক্তিশালী বার্তা প্রদান করেছে যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে কোনভাবেই নিরপেক্ষ করা সম্ভব হবে না। কারণ, ক্ষমতা যে ছাড়তে হয়, ক্ষমতা যে হারাতে হয়, ক্ষমতা যে চিরস্থায়ী নয়-  এ সব দর্শনকে বহুদিন আগেই আওয়ামী লীগ আত্মসাৎ করে ফেলেছে।
সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার   প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights