কলেজ পর্যায়ে ছাত্রীদের জন্য বঙ্গমাতা আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
স্পোর্টস ডেস্ক: আগামী বছর থেকে যুব ও ক্রীড়া মন্ত্র্রণালয়ের উদ্যোগে কলেজ পর্যায়ের ছাত্রীদের জন্য বঙ্গমাতা আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। তিনি আজ দুপুরে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃকলেজ বালক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্র্রণালয় ২০১৮ সাল হতে জাতির পিতার নামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এবং ২০১৯ সাল হতে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ সফলভাবে আয়োজন করে চলেছে। যা কিশোরদের শারীরিক মানসিক বিকাশে অনন্য ভূমিকা পালন করছে। এছাড়াও ২০১০ সাল থেকে প্রতিবছর ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ২০১১ সাল থেকে প্রতিবছর ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ‘ আয়োজন করা হচ্ছে। ২০১৯ সাল হতে দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্ট চ্যাম্পিয়নশীপ আয়োজন করছি। এ বছর থেকে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী বছর থেকে কলেজ পর্যায়ের ছাত্রীদের জন্যবঙ্গমাতা আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।
প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃকলেজ বালক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর গাজীপুর জেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এর পূর্বে নগরীর জোনাব আলী জামে মসজিদ এর নির্মান কাজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
গাজীপুরের জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।