কলেজে ভর্তি সানি লিওন!
বিনোদন ডেস্ক
ভাবলেই কেমন উত্তেজনা হচ্ছে না? পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে এইরকম নিঃশব্দে একটা বিপ্লব হয়ে গেল, তা নিয়ে কেউ সেইরকম রা কাড়ছে না। টেলিভিশন চ্যানেলে ঘন্টাখানেকের শো নেই, খবরের কাগজে ভারি ভারি প্রবন্ধ নেই। বুদ্ধিজীবীদের বিবৃতি নেই। একাডেমির সামনে গলা কাঁপিয়ে কাঁপিয়ে প্রতিবাদের শপথ নেই।
সানি, গুগলে যে ভারতীয়কে সবচেয়ে বেশি খোঁজা হয়, সেই আদি এবং অনাবিল সানি লিওন, দুলালের তালমিছরির মতো যাঁকে সই বা সিল দেখে চিনতে হয় না, তিনি শুধু উত্তেজনা এবং উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। সেই সাত সমুদ্র পারের ক্যালিফোর্নিয়া থেকে জানিয়ে দিয়েছেন, দেখা হচ্ছে সেমিস্টারে।
উফফ…ভাবা যায়! পাশে বসে সেমিস্টার দেবেন সানি লিওন?
এরপরে আর কোনো ছাত্র অনলাইনে ক্লাস করতে চাইবে? ছাত্রদের ছেড়ে দিন, অভিভাবকরা? আমার এক ছোটবেলার বন্ধু, যে গত চল্লিশ বছরে শিক্ষা সংক্রান্ত কোনো ব্যাপারে আগ্রহ দেখায় নি, সে পর্যন্ত ফোন করে জানতে চাইল, হ্যাঁ রে, ওই কলেজগুলোতে কি ইলেভেন টুয়েলভ আছে? যদি থাকত, আমি নিশ্চিত, সে তার স্কুল পড়ুয়া ছেলেকে কনভেন্ট স্কুল ছাড়িয়ে ওই দুটো কলেজের মধ্যে কোথাও ভর্তি করে দিত। সানি লিওন গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে যাওয়ার আগে যদি একবার দেখা হয়ে যায়!
আইডি আছে, পারফেক্ট ৪০০য় ৪০০ নম্বর আছে, তাহলে সানি লিওন যদি রাজ্যের দুটি কলেজের মেরিট লিস্ট এর শীর্ষে থাকেন, তাহলে ভুল কোথায়? আর উনি তো ভুল বিষয়ও নির্বাচন করেন নি! ইংরেজি…
যাঁরা সানির জন্য উন্মুখ হয়ে থাকেন, ওর ভিডিও নিয়ে নিয়মিত চর্চা করেন, এবং আমরা জানি এইরকম কোটি কোটি লোক আছেন, তাঁরা সবাই একবাক্যে বলেন সানি লিওনের ইংরেজি চমৎকার! ভেবে দেখুন যাঁরা সানি লিওনের ভিডিও দেখার সময় উনি যে ইংরেজিতেই বেশি কথা বলেন, সেটা পর্যন্ত লক্ষ্য করেছেন, তাঁরা ভাষা হিসেবে ইংরেজিকে কতটা ভালবাসেন! অতএব সানি ইংরেজিই পড়বেন আর ইংরেজি এবং সানিকে যুগপৎ ভালবাসা ভক্তকুল ও ওই দুই কলেজের ভিতরে, বাইরে গিজগিজ করবেন।
দক্ষিণ কলকাতার যে কলেজে ইংরেজির মেরিট লিস্ট-এ সানি লিওন এর নাম জ্বলজ্বল করছিল, সেই কলেজের অবশ্য একটা রাজনৈতিক ঐতিহ্য আছে। পশ্চিমবঙ্গের রাজনীতির অনেক কেষ্টবিষ্টু ওই কলেজের ঐতিহাসিক বিল্ডিং-এ পড়াশোনা করছেন। মন্ত্রিসভার অনেক গুরুত্বপূর্ণ সদস্যও। এবার সানি লিওন মেরিট লিস্ট-এ ঢুকে পড়ার পরে সেই কলেজের ছাত্র রাজনীতি কতটা বদলে যাবে? কী কী নতুন স্লোগানে দেওয়াল ভরে যাবে?
আমাদের সঙ্গে আছে সানি, তোরা পাবি না হালে পানি
কিংবা
ভোট দেবেন কোনখানে, সানি চিহ্নের মাঝখানে……
না, না বাবা! আর বেশি ভাবব না। ওই কলেজেরই তো প্রাক্তন এক ছাত্রনেতাও আছেন, যিনি সাংসদ হিসেবে যতটা পরিচিতি পেয়েছিলেন, চাটাচাটির ভিডিও করে তার চাইতে বেশি বিখ্যাত হয়েছিলেন। তিনি নিশ্চয়ই এবার সানি লিওনের সঙ্গেও একটা প্রোমোশনাল ভিডিও শুট করবেন। মানে প্রাক্তনী হিসেবে, ছাত্রনেতা বলে মেরিট লিস্টের স্বচ্ছতা এবং ফুলপ্রুফ সিস্টেম নিয়ে তিনি এবং সানি তো একটা ভিডিও শুট করতে পারেনই। এবং ইংরেজিতে হবে ভিডিওটা….
উফ ভেবেই যা শিহরণ হচ্ছে না…
ইংরেজির কথায় গোপন খবরটা দেওয়ার লোভ সামলাতে পারছি না। সানি নাকি বিশেষভাবে আগ্রহী দুজন অধ্যাপকের কাছে পাঠ নিতে! একজন তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত কবি এবং তাত্ত্বিক, যিনি নাকি সানি লিওনের মতো করেই ইংরেজির পাঠ দীর্ঘদিন দিয়ে আসছেন। অধ্যাপকের সহধর্মিণীর সাক্ষাৎকার শোনার পরে সানি নিজে ভীষণভাবে আগ্রহী এই চর্চায়। সানি নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন, আমি, উনি আর পোয়েট্রি…ভাবো একবার। সেমিস্টারের পর সেমিস্টার, হতে থাকবে চমৎকার….
আর একজনও কবি, উত্তরবঙ্গের কলেজে আছেন। সানি ওনার কবিতা গুগল ট্রান্সলেটর-এ ফেলে দেখেছেন, সত্যিই একেবারে মুড এনে দেয়….।
সূত্র: দ্যা ফেস