কলারোয়ায় সড়ক দূ্র্ঘটনায় দু’জন নিহত
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।
বুধবার (৩১ মে) সকাল ৬টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কাজীরহাট ও একই এলাকার শাকদহ এলাকায় এ দু্র্ঘটনা ঘটে।
সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শাকদহ গ্রামের মাহমুদ কলি মোটরসাইকেল নিয়ে কলারোয়া সদরে আসছিলেন। পথিমধ্যে শাকদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে একই সড়কের কাজীরহাট এলাকায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের ব্যবসায়ী তোয়াব হোসেন যশোরের বাঁগআচড়া বাজারে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তিনি মারা যান।নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।