করোনা সংকটকালেও সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছে বিএনপি: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনার এই সংকটকালেও বিএনপি মহাসচিব সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৫ মে) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে এক ভিডিও ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি। তারা কখনো জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি।

বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে তিনি বলেন, এই দুর্যোগের সময়ে তারা কথা মালার চাতুরী ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।

কাদের বলেন, করোনার অভিন্ন টার্গেট, দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই। বিভিন্ন দেশে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত টাস্কফোর্স হচ্ছে, রাজনৈতিক টাস্কফোর্স বিশ্বের কোথাও গঠিত হয়নি।

এই করোনার দুর্যোগে মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক চাকা সচল করতেও সরকার কাজ করছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares