করোনা নিয়ে গবেষণা করায় খুন হলেন গবেষক!

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনা ভাইরাস নিয়ে গবেষণা করছিলেন পিটার্সবার্গ ইউনিভার্সিটির শিক্ষক ডা. বিং লিউ (৩৭)।

করোনা ভাইরাস সম্পর্কে গবেষণায় আমি বড় কিছু সম্ভবত পেয়ে গেছি জানানোর পরপরই পুলিশের ধারণা, ওই গবেষককে তারই পরিচিত কেউ গুলি করে হত্যা করেছে।

গত শনিবার (২ মে) বিকেলে পেনসিলভানিয়ার রোজ টাউন-শিপের ইলম কোর্টে নিজের অ্যাপার্টমেন্টে একা ছিলেন তিনি।

সে সময় এক ব্যক্তি তার বাসায় ঢুকে গুলি চালাতে শুরু করেন। বিং লিউয়ের মাথা, ঘাড় ও বুকে গুলি লেগেছিল।

তবে আগেই লিউ শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, করোনা ভাইরাস নিয়ে গবেষণায় অগ্রগতির কারণে তাকে মেরে ফেলা হতে পারে।

শনিবার বিকেলে টাউন-শিপে নিজ বাসাতেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বাসার অদূরে আরেকজনের লাশও পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares