করোনায় সাংবাদিকদের শুভেচ্ছা উপহার দিলেন নড়াইলের এসপি
নড়াইল প্রতিনিধি
নড়াইলে করোনায় সম্মুখ যোদ্ধা ৫০জন গুমাধ্যম কর্মীকে শুভেচ্ছা উপহার দিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। বুধবার (২০মে) দুপুরে নড়াইল পুলিশ লাইনস্ধসঢ়; হল রুমে সাংবাদিকদের এ শুভেচ্ছা উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মোঃ মাসুদ রানা হেডকোয়ার্টার,অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান (সদর সার্কেল), পুলিশ লাইনস-এর আর.আই মুকুল কুমার ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল কবীর টুকু, সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু প্রমুখ।
শুভেচ্ছা উপহারের মধ্যে ছিল মধু মাসের মিষ্ট ফল তরমুজ, বাঙ্গি, লিচু,সেমাই, লাচ্চা সেমাই, চিনি, ডাউল, তেল এবং বিভিন্ন প্রকার মসলা।
এসপি মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর থেকেই সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের সম্মানে এ সামান্য শুভেচ্ছা উপহার দেওয়া হলো বলে মন্তব্য করেন।