করোনায় ব্যাংক লুটেরাদের সম্পদ জব্দ করার আহবান
নিউজ ডেস্ক
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, ব্যাংকিং খাতে লুটপাট করে যারা সম্পদের পাহাড় গড়েছেন, দেশের এই দুর্যোগে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
সময় এসেছে লুটেরাদের সম্পদ জব্দ করে করোনাভাইরাসে বিপদে পড়া মানুষের কল্যাণে ব্যয় করার। লুটেরাদের সম্পদ জব্দে আইনে কোনো বাধা নেই বলেও জানান এই বিচারপতি। গতকাল তিনি এসব কথা বলেন।