করোনায় নিজের হোটেল বিলিয়ে দিলেন আয়েশা টাকিয়া
বিনোদন ডেস্ক:
মহামারি করোনাভাইরাসের প্রকোপে পুরো ভারতজুড়ে এখন চলছে লকডাউন। ক্রমশই বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় আক্রান্তদের সাহায্যে এগিয়ে এসেছেন অনেক বলিউড তারকারা। এবার এই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী আয়েশা টাকিয়া।
জানা য়ায়, নিজের পাঁচ তারকা হোটেল কোয়ারেন্টিন সেন্টারের জন্য খুলে দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। তার স্বামী ফারহান আজমি এই কাজে সম্মতি দিয়েছেন। মুম্বাইয়ের মিউনিসিপ্যাল করপোরেশনের কাছে তাদের এই হোটেল।
এ বিষয়ে আয়েশা টাকিয়া বলেন, ‘আমাদের গালফ হোটেলের দরজা খুলে দিয়েছি যাতে বিএমসি তাকে কোয়ারেন্টিনে পরিণত করতে পারে। এই দুর্দিনে আমরা পরস্পরের পাশেই আছি। আমরা আমাদের হোটেল ইতিমধ্যেই মুম্বাই পুলিশকে দিয়ে দিয়েছি।’
এর কিছুদিন আগে নিজের অফিস কোয়ারেন্টিন সেন্টারের জন্য ছেড়ে দিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এরপর নিজের এক হোটেল চিকিৎসা সেবায় ছেড়ে দেন অভিনেতা সোনো সোড।