করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু
নিউজ ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে রাতে মারা গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার কাজী জহির হাসান।
আর এর কয়েক ঘণ্টা পর আজ বেলা ১১টার দিকে মারা গেলেন আরো এক চিকিৎসক।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ওই হাসপাতালেরই সহকারী অধ্যাপক ডা. মনোয়ার মাহমুদ। তাঁর হার্ট’র সমস্যা ছিল। তিনি ওই হাসপাতালে হাইফ্লো অক্সিজেন সাপোর্ট এ ছিলেন বলে হাসপাতাল সূত্র জানায়।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে ২৮ জন চিকৎসক মারা গেলেন। গতকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ১৫৩ জন চিকিৎসককে শনাক্ত করা হয়েছে।