কটিয়াদীতে প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও কৃষি উপকরণ বিতরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

উৎপাদনের ধারা অব্যাহত রাখতে কিশোরগঞ্জের কটিয়াদীতে সামাজিক সংগঠন কটিয়াদী রক্তদান সমিতির উদ্যোগে শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার পৌর এলাকার বোয়ালিয়া, জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া, লোহাজুরী ইউনিয়নের দক্ষিন লোহাজুরী, মুমুরদিয়া ইউনিয়নের উত্তর মুমুরদিয়া, আচমিতা ইউনিয়নের পাঁচলগোটা এবং বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের জফরপুর গ্রামের প্রান্তিক ও বর্গা চাষীদের মাঝে ঢেড়স, চিচিঙ্গা, লাউ, করলা, ডাটা ও পুইশাকের বীজ এবং কৃষি উপকরণ হিসেবে কাচি বিতরণ করা হয়েছে।

বীজ ও কাচি পেয়ে উত্তর লোহাজুরী গ্রামের বর্গাচাষী জজ মিয়া বলেন, দুর্যোগ সময়ে জমি আবাদ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। নিজের জমি নেই সামান্য জমি বর্গা নিয়ে চাষাবাদ করি।এমনিতেই অভাবে আছি, জমি পতিত থাকলে আরো সংকটে পরে যেতাম। বীজ পেয়ে আমরা খুশি।

জমিটুকু পতিত থাকবে না। রক্তদান সমিতির সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, প্রান্তিক চাষীদের উৎপাদন যাতে ব্যাহত না হয় সে জন্য বীজ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া চলতি ধান কাটা মৌসুমে কাচি কৃষকের প্রধান উপকরণ হিসাবে বীজের সাথে কাচিও সরবরাহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares