কক্সবাজারে দিবালোকে এক হোটেল বিনিয়োগকারীর ওপর নির্লজ্জ হামলা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে হোটেল ব্যবসায় এক বিনিয়োগকারীর ওপর দিবালোকে নির্লজ্জ ভাবে হামলা হয়েছে। জানা গেছে, ঢাকার রপ্তানি-আমদানি ও ব্রয়লার খামারের একজন সফল ব্যবসায়ী জনাব হুমায়ুন কবীর শাহ তার অংশীদারদের সাথে কক্সবাজারে একটি পাঁচ তারকা হোটেলের জন্য একটি প্রকল্প নির্মাণে অর্থ বিনিয়োগ করেছেন। এই মুহুর্তে, সমস্ত বিনিয়োগকারী প্রকল্প সাইট অপারেশনের জন্য কক্সবাজারে রয়েছে। ঘটনায় প্রকাশ, গতকাল শুক্রবার ১৬ ফেব্রুয়ারী জনাব শাহ কক্সবাজারে তাদের অস্থায়ী বাসভবন থেকে প্রকল্পের স্থানে যাওয়ার সময় পেছন থেকে একদল লোক লাঠিসোটা নিয়ে তাকে ধাওয়া করে। তাদের চিৎকার শুনে জনাব শাহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং অল্পের জন্য রক্ষা পান। যদিও আক্রমণকারীরা তাকে পেছন থেকে তার কাঁধে আঘাত করেন। তিনি গুরুতর আহত হয়ে কক্সবাজার কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
বিশেষ সূত্রে জানা যায় যে, সরকার দলীয় এমপি জনাব আশেক উল্লাহ রফিক এর শেয়ার বিক্রির একটি প্রস্তাব অস্বীকার করার কারণে তাকে আক্রমণ করা হয়েছিল। এম.পি সাহেব কথিত ব্যবসায়ীকে ওই হোটেল প্রকল্পের শেয়ার বিক্রি করার প্রস্তাব দিয়ে ছিলেন। সূত্রমতে, জনাব রফিকের চোখে জনাব শাহ এক নম্বর টার্গেট হয়ে ওঠেন। কারণ, তিনি অন্যান্য শেয়ার হোল্ডারদেরকে তাদের শেয়ার বিক্রি না করতে রাজি করেছিলেন। জনাব শাহ এর পরিবারের সদস্যরা ঢাকা থেকে ফোনে অভিযোগ করেন যে, জনাব শাহ তার অংশীদারদের সাথে পর্যটকদের জন্য কিছু নতুন ধরণের সুযোগ সুবিধার ধারণা নিয়ে কক্সবাজারে একটি বড় প্রকল্প নিয়ে এসেছেন এবং জনাব রফিক ভবিষ্যতের জন্য এই প্রকল্পটিকে খুব লাভজনক বলে মনে করেছেন। তাই তিনি তার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে নামমাত্র মূল্যে প্রকল্পের সমস্ত শেয়ার দখল করতে চান। এটা দু:খজনক যে, ক্ষমতাসীন দলের লোকজনের দ্বারা এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি প্রকৃত বিনিয়োগকারীদের ভবিষ্যতে বিনিয়োগ করতে নিরুৎসাহিত করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং এ ব্যাপারে সরকারের দৃষ্টি কামনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights