এসএ টেলিভিশনের রাজশাহী ব্যুরো অফিসের ক্যামেরাপার্সন করোনায় আক্রান্ত

 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে একজন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সাংবাদিকের নাম আবু সাঈদ। তিনি এসএ টেলিভিশনের রাজশাহী ব্যুরো অফিসের ক্যামেরাপার্সন। সোমবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। আবু সাঈদত রাজশাহীতে প্রথম সাংবাদিক করোনা আক্রান্ত হলেন।

আবু সাঈদ জানান, বর্তমানে তিনি রাজশাহী পবা উপজেলার কিসমত কুখণ্ডি গ্রামের নিজের বাড়িতে আইসোলেশনে আছেন। কয়েকদিন ধরে তার জ্বর ছিল। কিন্তু এখন জ্বর নেই। তবে শারীরিক এবং মানসিকভাবে তিনি দুর্বল। আবু সাঈদ নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এসএ টিভির রাজশাহী ব্যুরো অফিসের ইনচার্জ জিয়াউল গনি সেলিম জানান, গত কয়েকদিন ধরে আবু সাঈদ অসুস্থতায় ভুগছিলেন। তাই সোমবার সকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তার নমুনা সংগ্রহ করে বাসায় পাঠিয়ে দেয়া হয়। এরপর তার করোনা পজেটিভ এসেছে। আবু সাঈদ বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আছেন।

সেলিম আরও জানান, সম্প্রতি পেশাগত কাজের জন্য তিনি এবং আবু সাঈদ চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলেন। এর বাইরে তারা রাজশাহী ছেড়ে কোথাও যাননি। বর্তমান পরিস্থিতিতে সতর্কতার সাথেই তারা কাজ করার চেষ্টা করেছেন। তারপরেও আবু সাঈদ করোনায় আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares