এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা-নামার স্থান যেখানে

অনলাইন ডেস্ক: বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজ উদ্বোধন হচ্ছে আজ। দ্রুতগতির এই উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। শনিবার উদ্বোধনের পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ আগামীকাল ভোর ৬টা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ের ১১.৫ কিলোমিটার অর্থাৎ বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করবেন। তবে, এতে ২ ও ৩ চাকার যানবাহন এবং পথচারী চলাচল সম্পূর্ণ নিষেধ। একইসঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলাও সম্পূর্ণ নিষেধ।

উত্তর থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন ওঠা-নামার স্থান

১. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা।

২. প্রগতি সরণি এবং বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাব।

৩. বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ।

৪. মহাখালী বাস টার্মিনালের সামনে।

৫. ফার্মগেট প্রান্তে ইন্দিরা রোডের পাশে।

৬. বিজয় সরণি ওভারপাসের উত্তর ও দক্ষিণ লেন।

৭. বনানী রেলস্টেশনের সামনে।

৮. মহাখালী বাস টার্মিনালের সামনে।

৯. বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর সামনে বিমানবন্দর সড়ক।

১০. কুড়িল বিশ্বরোড

১১. বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights