এবার নাটোর জেলা লকডাউন
নিউজ ডেস্ক:
করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। তবে জরুরি পরিসেবা এই আওতার বাহিরে থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নাটোর জেলা লকডাউন থাকবে। এর আগে দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক।
এর আগে জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ সবাই জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি বৈঠকের মিলিত হয়। এতে জেলার সকল উচ্চপদস্থ কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত হয়।