এবার করোনা উপসর্গ নিয়ে ঢাবি মেডিকেল কর্মকর্তার মৃত্যু
নিউজ ডেস্ক
করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব গণমাধ্যমকে বিষয়টি জানান। মারা যাওয়া ওই কর্মকর্তার নাম জ্যোতির্ময় পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান ফার্মাসিউটিক্যাল কর্মকর্তা।