এবার আমিরাতের সঙ্গে সরাসরি ফ্লাইট চালাবে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
ঐতিহাসিক চুক্তির পরে দুই দেশের মধ্যে টেলিফোন সেবা চালু করেছে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত। এবার আমিরাতের সঙ্গে সরাসরি ফ্লাইট চালাবে বলে জানিয়েছে ইসরায়েল।
সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে তার দেশ। সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে এই ফ্লাইট চালানো হবে।
তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক চুক্তির বিষয়ে।
আগামী তিন সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে দুই পক্ষ চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। সম্পর্ক স্বাভাবিক হওয়ার পদক্ষেপের মধ্যে অন্যতম এক দেশ আরেক দেশে দূতাবাস চালু করবে।
আন্তর্জাতিকভাবে বেশিরভাগ দেশই এই চুক্তিকে স্বাগত জানিয়েছে, তবে ফিলিস্তিন, ইরান আর তুরস্ক এর নিন্দা জানিয়েছে।