এখনও ভিসা আবেদন করেনি ৩৫৫ এজেন্সি, উদ্বেগে হজযাত্রীরা
অনলাইন ডেস্ক: চলতি বছর হজ পরিচালনার জন্য ৬০৯টি হজ এজেন্সি কাজ করছে। এরমধ্যে ৩৫৫টি এজেন্সি হজযাত্রীদের ভিসা আবেদন করেনি। ফলে এসব এজেন্সির হজযাত্রীরা এখন চরম উদ্বেগের মধ্যে আছে। তাই এসব হজ এজেন্সিগুলোকে ১৩ জুনের মধ্যে ভিসা করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) ধর্ম মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এজেন্সির নিবন্ধিত ও পিআইডি প্রাপ্ত হজযাত্রী থাকা স্বত্ত্বেও উল্লেখ্যযোগ্য সংখ্যক হজযাত্রীর সৌদি ই-ভিসা সিস্টেমে ভিসার আবেদন করা হয়নি। হজ এজেন্সিগুলো ভিসা আবেদন না করায় এসব হজযাত্রীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে; যা সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়। এ হজ এজেন্সিসমূহের ভিসা কার্যক্রম ১৩ জুনের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অন্যথায় সংশ্লিষ্ট হজ এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আগামী ২২ জুন শেষ হচ্ছে চলতি বছরের হজের ফ্লাইট। ইতোমধ্যে সৌদিতে পৌঁছেছেন ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী। এ পর্যন্ত ১ লাখ ১২ হাজার ১৪৮টি ভিসা ইস্যু করা হয়েছে।