একাত্তরের বীর সেনানী ময়নুল ইসলাম ময়েনের মৃত্যুতে আ স ম রব এর শোক
নিজস্ব প্রতিবেদক
একাত্তরের বীর সেনানী নওগাঁ জেলা পরিষদের অন্যতম সদস্য,রণাঙ্গনের অকুতোভয় মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন এর মৃত্যুতে গভীর শোক করে বিবৃতি দিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার রূপকার সিরাজুল আলম খানের নেতৃত্বে গঠিত নিউক্লিয়াসের কর্মকান্ডের সাথে ময়নুল ইসলাম ময়েন সরাসরি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
স্বাধীনতা পরবর্তী সময়ে রক্ষী বাহিনীর হতে অনেকবার নির্যাতিত হয়েছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের সক্রিয় সদস্য ছিলেন। নেবৃবৃন্দ দেশের জন্য এই নিবেদিত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার শান্তি কমনা এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেনদা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, ময়নুল ইসলাম ময়েন ৪ঠা সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ শুক্রবার রাত প্রায় ১২-০০ নাগাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..…ইলাইহি রাজেউন)।
ময়নুল ইসলাম ময়েন জনাব আ স ম আবদুর রব , মেজর এম এ জলিল , মাহফুজুর রহমান খান , সরকার আবদুল খালেক দুলাল, ময়েন উদ্দিন আহমেদ মানিক, প্রকৌশলী বাবর আলি , মখলেছুর রহমান রাজা , দেওয়ান শহিদ হাসান শিরু , অনাদি বসাক , আবদুল মান্নান সেন্টু , আবদুস সামাদ মুহম্মদ ইকবাল , খায়রুজ্জামান বাবু , মুহম্মদ শরীফ প্রমুখ নেতৃবৃন্দের এর ঘনিষ্ঠ সহচর ছিলেন।