একসঙ্গে চারজন বয়ফ্রেন্ড রাখবে মেয়েকে বললেন রাজেশ

বিনোদন ডেস্ক

বাবা-মেয়ের জন্মদিন একই। তবে গতকাল রবিবার বাবা দিবস উপলক্ষে রাজেশ খান্নার স্মৃতি রোমন্তন করলেন অভিনেত্রী-লেখিকা টুইঙ্কেল খান্না।

তিনি জানালেন, রাজেশ খান্না তার ৩১ তম জন্মদিনে সেরা উপহার পেয়েছিলেন টুইঙ্কেল খান্নাকে। এ কথা নিজেই রাজেশ তার স্ত্রী ডিম্পলকে বলেছিলেন।

ইনস্টাগ্রামে পুরনো সাদা-কালো একটি ছবি শেয়ার করে টুইঙ্কেল লিখেছেন, বাবা দিবস রবিবার, কিন্তু আমার কাছে সব সময়ই ডিসেম্বরে। তিনি মাকে বলেছিলেন, আমার এই পৃথিবীতে আসাটাই বাবার কাছে জীবনের সেরা উপহার। বাবা আমাকে টিনা বাবা বলতেন, কোনো দিন বেবি বলেননি। আর আমি কোনো দিন বুঝতে পারিনি যে আমার বড় হয়ে ওঠাটা আর পাঁচটা মেয়ের মতো একেবারেই ছিল না।

ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি আরো লিখেছেন, আমি যখন ডেটিং শুরু করি, তখন বাবার কাছ থেকে পরামর্শ নিতাম। বাবা আমাকে বলেছিলেন- তিনি এমন একজন পার্টনার খুঁজছেন, যিনি বাবার কোলে শুয়ে বাবার সঙ্গে একই বই পড়বেন। তিনি একবার আমাকে বলেছিলেন, একসঙ্গে চারজন বয়ফ্রেন্ড রাখতে। এতে কোনো দিন তোমার মন ভাঙবে না।

এ প্রসঙ্গে টুইঙ্কেল লিখেছেন, যদিও আমি বাবাকে কোনোদিন বলিনি যে আমার হৃদয় ভাঙতে পারে এমন একজনই আছে এবং সেটা বাবা নিজেই।

প্রসঙ্গত, ২০০১ সালে অক্ষয় কুমারকে বিয়ে করেন টুইঙ্কেল। তাদের দুই সন্তান- আরাভ ও নিতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares