এওয়াজপুরে অসহায় মহিলাদের মাঝে এমপি জ্যাকব এর শাড়ী বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে চরফ্যাসন উপজেলার ১৩ নং এওয়াজপুর ইউনিয়নে দুঃস্থ, গরীব ও অসহায় মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
মঙ্গলবার ( ২৭ জুন) বিকেল সাড়ে ৪ টায় পশ্চিম এওয়াজপুর কওমী মাদ্রাসা মাঠে ৫ শতাধিক গরীব ও অসহায় মহিলাদের মাঝে এসব শাড়ি বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত হাজারো জনতার উদ্দেশ্যে এমপি জ্যাকব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে বিগত দিনের মতো চরফ্যাসনে আরো উন্নয়ন করবো এবং সুখে দুখে আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জয়নাল আবেদিন আখন , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, ১৩নং এওয়াজপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক মাহাবুব আলম খোকন , উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল পাটওয়ারী,
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম পাটওয়ারী , সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।