উখিয়ায় র্যাবের হাতে ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় পলিথিনে করে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫ কক্সবাজার। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (১০ মে) রাত নয়টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ওই মাদক পাচারকারীকে আটক করে।
আটক রোহিঙ্গা নাগরিকের নাম তৈয়ব,সে ১৪ নং রোহিঙ্গা শিবিরের হাকিমপাড়া ক্যাম্পের মাহমুদ বোখারীর ছেলে। সে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারে জড়িত বলে স্বীকার করেছে।
সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, রোববার বিকেলে উখিয়া উপজেলার গয়ালমারা এলাকায় কতিপয় কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ধাওয়া করে র্যাব। এসময় ওই পাচারকারীকে এইসব ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।