ঈদে ঘরমুখী যাত্রীদের ফেরি ঘাট থেকে ফিরে আসার আহ্বান আইজিপি’র

নিউজ ডেস্ক  

ঈদে ঘরমুখী যাত্রীদের ফেরি ঘাট থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার সকালে তিনি এই আহ্বান জানান। এসময় প্রয়োজনে ফেরি ঘাট থেকে ফিরতে পুলিশ সহযোগিতা করবে বলেও জানান তিনি।

করোনাভাইরাসের ভয়কে উপেক্ষা করে দেশের ফেরিঘাট গুলোতে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। যেন ঈদ উৎসব শুরু হয়েছে। এসব যাত্রীদের মধ্যে করোনা সংক্রমের কোনো ভয় নেই। গাদাগাদি ভাবে ফেরিতে করে তারা কর্মস্থলে ছুটছেন। এতে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকলেও বেশ কিছুদিন ধরে একই চিত্র দেখা যাচ্ছে ফেরিঘাট গুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares