ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
ধর্ম ডেস্ক : প্রতিবছরের ন্যায় এবারও সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সোমবার (২৬ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে জাতীয় ঈদগাহের বিকল্প হিসেবে আধাঘণ্টা পিছিয়ে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত। জামাতের সব আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, জাতীয় ঈদগাহ ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নিতে পারবেন।
বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বরাবরের মতো এবারও ঈদের পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত হবে ১০টা ৪৫ মিনিটে।