ঈদের আগে খুলছে না ঢাকার ১১টি মার্কেট

নিউজ ডেস্ক

করোনা সতর্কতায় ঈদের আগে খুলছে না ঢাকার গুরুত্বপূর্ণ ১১টি মার্কেট। শনিবার গাউছিয়া মার্কেট সমিতির অফিসে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় ১১টি মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতামতের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ঈদের আগ পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে।

মার্কেটগুলো হলো নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চক, চিশতিয়া মার্কেট, নিউ চিশতিয়া মার্কেট, ইসমাইল ম্যানশন, নূর ম্যানশন, ধানমন্ডি হকার মার্কেট, ইস্টার্ন মল্লিকা, গোল্ডেন প্লাজা ও গ্রিন স্মরণিকা।

তবে ঈদের পর যদি চলমান পরিস্থিতি স্বাভাবিক হয়, তখন আবারও সভা ডেকে সিদ্ধান্ত হবে মার্কেট খোলা নিয়ে।

এসময় ঈদের আগে দোকানের শ্রমিকদের যেন সাহায্য-সহযোগিতা করা হয় সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানান সভায় উপস্থিত চাঁদনি চক বিজনেস ফোরামের সভাপতি মো. নিজাম উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares