ইয়েমেনে করোনা পরিস্থিতি বিপর্যয়কর হবে: হুঁশিয়ারি জাতিসংঘের
আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনে চলমান খারাপ অবস্থা এবং দেশটিতে মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ফলে সৃষ্ট ভয়ানক পরিস্থিতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার বা ইউএনএইচসিআর।
ইয়েমেনে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার বা ইউএনএইচসিআর জন নিকোলাস বোস এক সাক্ষাৎকারে বলেছেন, ইয়েমেনে গত পাচ বছরে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক আগ্রাসনে দেশটির ৫০ ভাগ স্বাস্থ্য ও চিকিৎসা কাঠামো ধ্বংস হয়ে গেছে। এখন দেশটিতে নতুন করে মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে।