ইসরাইলের জন্য অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে: হামাস
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইতিহাসের সব ফ্যাসিস্ট ও বর্ণবাদী শাসনব্যবস্থা ধ্বংস হয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের জন্যও অনিবার্য ধ্বংস অপেক্ষা করছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ইসরাইলকে বর্ণবাদী সরকার বলে অভিহিত করার পর গতকাল (বুধবার) এক বিবৃতিতে হামাস এ সতর্কবাণী উচ্চারণ করে।
হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়, অতীতের সব বর্ণবাদী শাসনের মতো ইসরাইলও ধ্বংসের পথে ধরে দ্রুত এগিয়ে যাচ্ছে।