ইবির সাথে জাককানইবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে প্রশাসন ভবনের ২য় তলার সভাকক্ষে উক্ত বিশ্ববিদ্যালয়দ্বয়ের মাঝে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইবির উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলামগীর হোসেন ভূঁইয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর ও ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম.মতিনুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম,  আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এবং উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ’র ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস। এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মোঃ হুমায়ন কবির, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান এবং অর্থ ও হিসাববিজ্ঞান বিভাগের অতিরিক্ত পরিচালক রাধেশ্যাম।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, শুধু চুক্তির মধ্যেই সীমাবদ্ধ না থেকে এর বাইরেও আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করতে চাই। আমরা আশা রাখি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ চুক্তি স্বাক্ষর কিছুটা হলেও অবদান রাখবে।

অনুষ্ঠানে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এপিএ’র কর্মসূচির নির্দেশনা ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক ও গবেষণা বিষয়ে সমঝোতা স্মারক চুক্তি ও বাস্তবায়ন। সেই নির্দেশনার অংশ হিসেবে আজকের এই চুক্তি স্বাক্ষর। এ চুক্তির মাধ্যমে আশা রাখি দু’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights