ইবি’র আই.আই.ই.আর এর উদ্যোগে এম.ও.ইউ স্বাক্ষরিত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আই.আই.ই.আর এর উদ্যোগে জাপানে শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে জাপানের একটি প্রতিষ্ঠানের শিক্ষা সংক্রান্ত সমঝোতাপত্র এম.ও.ইউ স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অনুষ্ঠিত এক সভায় এই এম.ও.ইউ স্বাক্ষরিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও জাপানী প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন জেন মেরারী।
এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই.আই.ই.আর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহীনুর রহমান, অধ্যাপক ড. মোঃ রুহুল কে এম সালেহ, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, অধ্যাপক ড. মিয়া মোঃ রাশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও ইবিতে কর্মরত প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ।
 চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধ পরবর্তী স্বীকৃতি দানকারী দেশ হিসাবে এবং বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্বের কথা ও দেশের সবধরনের উন্নয়নে জাপানী সহায়তার কথা কৃতজ্ঞচিত্রে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares
Verified by MonsterInsights