ইতালিতে ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ চারগুণ
আন্তর্জাতিক ডেস্ক
গেল বছরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। এরপর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীনের পর ইউরোপের দেশ ইতালি ছিল এই ভাইরাসের কেন্দ্র। টানা অনেকদিন আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা দেশটিতে এখন কমতে শুরু করেছে ভাইরাসটির সংক্রমণ। গত একদিনে আক্রান্তের চেয়ে চারগুণ বেশি রোগী সুস্থ হয়েছে।
বুধবার ইতালির সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, একদিনে মোট শনাক্ত রোগীর সংখ্যা আগের দিন অর্থাৎ মঙ্গলবারের চেয়ে ২ হাজার ৮০৯ জন কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৮৮ জন। বিপরীতে একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৫০২ জন কোভিড-১৯ রোগী। মারা গেছে ১৯৫ জন।