আম্পান: সতর্ক করতে যেয়ে নৌকাডুবে সিপিপি কর্মী নিখোঁজ
নিউজ ডেস্ক
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জনগণকে সচেতন করতে গিয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মী মো. শাহ আলম মীর (৫৫) নিখোঁজ হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শাহ আলম মীর ওই ইউনিয়নের ৭নং ইউনিটের টিম লিডার। তার বাড়ি ধানখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছৈলাবুনিয়া গ্রামে। তিনি সিপিপির সঙ্গে ৩০ বছর ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।