আমেরিকার দাবি:সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা করছে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, উত্তর কোরিয়া, সিরিয়া, ভেনিজুয়েলা ও কিউবার সঙ্গে মিলে ইরান কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে ওয়াশিংটনকে সহযোগিতা করছে না।
ওই মন্ত্রণালয় গতকাল (বুধবার) ২০১৯ সালের সন্ত্রাসবিরোধী যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে ওই অভিযোগ করেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান, উত্তর কোরিয়া, সিরিয়া, ভেনিজুয়েলা ও কিউবার বিরুদ্ধে ভ্রান্ত অভিযোগ উত্থাপন করে আরো বলেছে, এসব দেশের কাছে মার্কিন সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আমেরিকা এমন সময় নিজেকে সন্ত্রাসবিরোধী যুদ্ধের ধ্বজাধারী বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যখন ওয়াশিংটন নিজেই বহুকাল ধরে সন্ত্রাসবাদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক এবং কয়েক দশক ধরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সব রকম সহযোগিতা দিয়ে এসেছে।